রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির

Riya Patra | ২০ নভেম্বর ২০২৪ ২২ : ৩৯Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: পাওনাদারদের তাগাদা থেকে বাঁচতে ঋণে জর্জরিত ব্যক্তি নিজের বাড়িতেই ডাকাতি করিয়ে পুলিশের জালে ধরা পড়লেন। মঙ্গলবার সন্ধেয় বানারহাট থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে এক ব্যাক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির মালিকের কাছ থেকে নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ডাকাতির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ফুটেজ দেখে অনেকেই তথাকথিত এই ডাকাতির ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওতে দেখা গিয়েছে হেলমেট পরে এক ব্যক্তি খালি হাতে হেলেদুলে ঘরে প্রবেশ করছেন এবং প্রায় বিনা বাধায় ড্রয়ার থেকে দুটি প্যাকেট বের করে নিয়ে চলে যাচ্ছেন। জেলার পুলিশ সুপার জানিয়েছিলেন, অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই, এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। 

 

এর পরই পুলিশ অভিযোগকারী ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতেই ঘটনার সত্যতা সামনে চলে আসে। পুলিশি জেরায় তিনি স্বীকার করেন, কোনও ডাকাতি বা টাকা ছিনতাই এর ঘটনা ঘটেনি। এর পরই সাজানো ডাকাতির পরিকল্পনা করা ব্যবসায়ী এবং হেলমেট পরে ডাকাত সাজা তার বন্ধুকে পুলিশ গ গ্রেপ্তার করেছে। 

 

ঘটনার পর সমীর সরকার জানিয়েছিলেন, মাথায় হেলমেট পরা এক ব্যাক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর বাড়ি থেকে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর তিনি বানারহাট থানায় লিখিত অভিযোগ করেন। এই ঘটনার তদন্তে নেমে অভিযোগকারীর বয়ান, তার বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ সহ এলাকায় থাকা অন্য বেশ কিছু ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের মনে সন্দেহ দেখা দেয়। 

 

বুধবার দুপুরে অভিযোগকারী ব্যবসায়ীকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্ধেয় তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। জেলার পুলিশ সুপার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন। তাতে সমীর সরকারকে বলতে দেখা যায় - মেঘলাল নামের তাঁর এক বন্ধুকে ডেকে এনে পরিকল্পনা করে নিজের বাড়িতে তিনি ডাকাতি করিয়েছিলেন। টাকা খোয়া যায়নি, তার বন্ধুর কাছে কোনও আগ্নেয়াস্ত্রও ছিল না। তিনি মিথ্যা অভিযোগ থানায় দায়ের করেছিলেন। ঋণ শোধ করতে না পারার কারণে পাওনাদারদের তাগাদা থেকে বাঁচতেই তিনি ডাকাতির এই নাটকটি সাজিয়েছিলেন।

 

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত জানান, মিথ্যে অভিযোগ দায়েরকারী ব্যবসায়ী সমীর সরকার এবং তাঁর বন্ধুকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, সমীর সরকার এবং রাজা মহম্মদ ওরফে মেঘলাল নামের তাঁর বন্ধুকে বৃহস্পতিবার আদালতে পা ঠানো হবে।


#Plannnedeobbery# Manstagedrobberyinownhouse# Crimenews# police# Arrest# Northbengal#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24